ম্যালওয়্যার বা ভাইরাস হলো এমন একটি অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার যা আপনার কম্পিউটার, নেটওয়ার্ক এবং অন্যান্য অ্যাপ্লিকেশন গুলো ক্ষতিগ্রস্থ করে।
ম্যালওয়্যার একটি বিপজ্জনক ভাইরাস। কারণ এটি কিছু অসাধু ব্যক্তি অবৈধ উদ্দ্যেশ্য সাধনের জন্য ব্যবহার করে থাকে। এই ভাইরাসের কারণে আপনার ওয়েবসাইটের পার্ফমেন্স এ ইফেক্ট পড়তে পারে এবং যদি এই ম্যালওয়্যার বা ভাইরাস আপনার পুরো সিস্টেমে ছড়িয়ে পরে তবে হোস্টিং অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার ঝুঁকি রয়েছে৷
আপনি যদি আপনার অ্যাকাউন্টে কোনো ম্যালিসিয়াস কনটেন্ট খুঁজে পান, তাহলে ম্যালওয়্যার ক্লিন করার জন্য আপনার যে পদক্ষেপ গুলো নেওয়া উচিত তা নিচে দেওয়া হল:
সাইটের স্ক্রিপ্ট বা থিম আপডেট রাখুনঃ
আপনার ওয়েবসাইটের সকল অ্যাপ্লিকেশন এবং স্ক্রিপ্ট আপডেট আছে কি না তা চেক করে নিন। আপনার যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকে তবে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন এবং প্লাগিন্স/থিম সেকশনে কোনো নতুন আপডেট আছে কিনা তা চেক করুন।
এছাড়াও, অটো-আপডেট ফিচার ইনেবল করা আছে কি না সে বিষয়টি নিশ্চিত করুন। যাতে আপনার ওয়ার্ডপ্রেস সর্বদা লেটেস্ট ভার্সনে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
Imunify360 এর Proactive Defence এ Kill Mode:
ডিফল্ট ভাবে Imunify360 সফটওয়্যার এর Proactive Defence এ Kill Mode ইনেবল থাকে। Kill Mode ইনেবল থাকার কারণে ম্যালওয়্যার ফাইল ডিটেক্ট করতে পারলে স্ক্রিপ্ট গুলোকে বন্ধ করে দেয় এবং বাকি ফাইল গুলোর মাঝে ছড়িয়ে পড়াকে রোধ করে।
ম্যালওয়্যার চেক করার জন্য আপনার সিপ্যানেলে লগইন করুন এবং Security সেকশন থেকে Imunify360 সিলেক্ট করুন।
Imunify360 এর ড্যাশবোর্ডের মেনু থেকে Proactive Defence এ ক্লিক করুন। এখানে আপনি Kill Mode ইনেবল দেখতে পাবেন।
এটির মাধ্যমে কোনো সাসপিসিয়াস ফাইল খুজে পেলে তা অটোমেটিক্যালি ডিলিট করে দেয় না। ভাইরাস গুলো ডিলিট করার জন্য ম্যালওয়্যার স্ক্যান ট্যাবে ক্লিক করুন এবং অ্যাকশনস ট্যাবে থাকা ব্রুম/ঝাড়ু আইকনে ক্লিক করে ম্যালিসিয়াস ফাইল গুলো ডিলিট করুন।
এরপর, Yes, Clean Up to delete the file. ক্লিক করুন। ফাইলটি ডিলিট হয়ে গেলে আপনি ইমিউনিফাই ড্যাশবোর্ডের উপরের ডানদিকে নীচের দেওয়া স্ক্রিনশটের মত একটি সাকসেস্ফুল নটিফিকেশন দেখতে পাবেন:
যদি একাধিক ফাইল থাকে, তাহলে সবগুলো ফাইল এক সাথে ডিলিট করার জন্য Clean up all বাটনে ক্লিক করুন।
একবার ক্লিন করা হয়ে গেলে, সাসপিসিয়াস ফাইল গুলো ক্লিন হয়েছে তা নিশ্চিত করতে আবারও ম্যালওয়্যার গুলো ক্লিন করুন।
এবার ম্যানুয়ালি ইনফেক্টেড ফাইল গুলোর ফাইল পাথ অনুযায়ী চেক করুন। যদি কোনো ফাইল অবশিষ্ট থেকে যায়। তাহলে অবশ্যই ফাইল গুলো ম্যানুয়ালি ডিলিট করতে হবে।
উপরের ধাপ গুলো অনুসরণ করে আপনি সিপ্যানেল থেকে খুব সহজেই আপনার সিপ্যানেলের ভাইরাস স্ক্যান এবং ক্লিন করতে পারবেন। এছাড়াও আর কোন বিষয়ে সহযোগিতা প্রয়োজন হলে আমাদের সাপোর্টে যোগাযোগ করে জানাতে পারেন। ধন্যবাদ