আপনি যদি বিজনেস মেইল সার্ভিস আপগ্রেড করতে অথবা মেইলবক্স বাড়াতে চান। তাহলে আপনাকে প্রথমে আইটি নাট হোস্টিং এর ক্লায়েন্ট এরিয়াতে লগইন করতে হবে।
১। ক্লায়েন্ট এরিয়াতে লগইন করার পর বাম পাশের Services থেকে My Services এ যেতে হবে।

২। এবার আপনার বিজনেস মেইল সার্ভিসের ডান পাশে থাকা (…) থ্রি-ডট এ ক্লিক করে View Details এ ক্লিক করুন।

৩। Product Details Mail Basic পেজ থেকে ডানপাশে থাকা Action মেনু থেকে Upgrade/Downgrade Options এ ক্লিক করুন।

৪। আপনার যদি অলরেডি রিনিউ এর ইনভয়েজ জেনারেট হয়ে থাকে তাহলে আপনি একটি এরর দেখতে পারবেন। এই ক্ষেত্রে আপনি আমাদের সাপোর্টে যোগাযোগ করে ইনভয়েজ ক্যান্সেল করে নিতে পারেন। তাহলে আপনি নিজেই আপগ্রেড করতে পারবেন। আর যদি এমন কোনো ইরর না পান। তাহলে এই স্টেপটি স্কিপ করে পরের স্টেপ ফলো করুন।

৫। Upgrade/Downgrade পেজে এবার আপনি কতটি মেইলবক্স নিবেন তা New Configuration এর ফিল্ডে লিখুন এবং Click To Continue বাটনে ক্লিক করুন।

৬। এখন আপগ্রেড এর জন্য যে এমাউন্ট ডিউ আছে তা পেমেন্ট করতে প্রথমে Payment Method সিলেক্ট করুন এরপর Checkout বাটনে ক্লিক করে পেমেন্ট করুন।

ব্যাস, আপনার বিজনেস ইমেইল সার্ভিসের ইমেইল বক্স আপগ্রেড হয়ে গেলো। এছাড়াও আর কোন বিষয়ে জানার থাকলে আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন। আপনার জন্য শুভকামনা।