বিজনেস ইমেইল সার্ভিস এক ধরনের মেইল বক্স সার্ভিস। অনেক সময় আমাদের ডোমেইন নেম ব্যবহার করে ইমেইল অ্যাকাউন্ট এর প্রয়োজন হয় যাকে ওয়েবমেইল বা বিজনেস মেইল বলে। যেমন: support@itnuthosting.com, sales@itnuthosting.com আমরা আমাদের হোস্টিং কন্ট্রোল প্যানেল থেকে ফ্রিতে ওয়েবমেইল অ্য়াকাউন্ট তৈরি করতে পারি। হোস্টিং প্রোভাইবা বা হোস্টিং প্যাকেজের উপর নির্ভর করে কয়েকটি বা আনলিমিটেড ইমেইল অ্যাকাউন্ট তৈরি করা যেতে পারে। সাধারণত ওয়েব মেইল সার্ভিস ব্যবহার করে কোন ইমেইল পাঠানোর সময় বিভিন্ন কারণে ইমেইলগুলো স্প্যাম বক্সে যায়। ইনকামিং ইমেইল এর ক্ষেত্রে ইমেইল আসে না এবং অনেক সময় আউটগোয়িং ইমেইল সঠিক ভাবে যায় না। বিভিন্ন সময় মেইল ডেলিভারি ফেইল্ড, আউটগোয়িং ব্লক ইত্যাদি সমস্যা হয়ে থাকে। এ সকল সমস্যা হতে সমাধান এর জন্য মূলত বিজনেস ইমেইল সার্ভিস ব্যবহার করা যায়। আইটি নাট হোস্টিং Business Mail সার্ভিসও প্রোভাইড করে থাকে। নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে সহজেই বিজনেস মেইল সার্ভিস অর্ডার করতে পারবেন:
আইটি নাট হোস্টিং থেকে বিজনেস ইমেইল সার্ভিস অর্ডার করতে IT Nut Hosting এর Homepage ভিজিট করে মেনুবার থেকে Hosting মেনুর উপর মাউস পয়েন্টার হোভার করলে Business Email অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করুন।

এরপরের পেইজে আমাদের বিজনেস ইমেইল প্যাকেজ গুলো হতে আপনার পছন্দের বিজনেস ইমেইল প্যাকেজটি সিলেক্ট করুন। প্যাকেজের উপর থেকে আপনি বিলিং সাইকেল সিলেক্ট করতে পারবেন। প্যাকেজ অর্ডার করতে Start Now তে ক্লিক করুন।

পরের পেইজে আপনাকে ডোমেইন সিলেক্ট করতে হবে। যে ডোমেইন দিয়ে আপনি বিজনেস মেইল সার্ভিস করবেন।
Table of Contents
আপনার ডোমেইন কেনা না থাকলে যা করবেন
এজন্য উপরের ১ ও ২ নাম্বার পদক্ষেপ অনুসরণ করে Register a new domain সিলেক্ট করে সার্চ বক্স থেকে আপনার কাঙ্খিত ডোমেইনটি সার্চ করে নিতে পারেন।

আপনি ডোমেইন ট্রান্সফার করে সেই ডোমেইন দিয়ে অর্ডার করতে চাইলে যা করবেন
আপনার ডোমেইন যদি অন্য প্রোভাইডারে থাকে, সেটি ট্রান্সফার করে সেই ডোমেইন দিয়ে হোস্টিং কেনার জন্য উপরের ১ ও ২ নাম্বার পদক্ষেপ অনুসরণ করে Transfer your domain from another hosting সিলেক্ট করে অর্ডার করুন।

আপনার ইতিমধ্যে একটি ডোমেইন কেনা থাকেলে যা করবেন
আপনার যদি অলরেডি ডোমেইন কেনা থাকে এবং সেই ডোমেইন দিয়ে হোস্টিং কেনার জন্য উপরের ১ ও ২ নাম্বার পদক্ষেপ অনুসরণ করে I will use my existing domain and update my nameservers সিলেক্ট করে অর্ডার করুন।

আপনার কাঙ্খিত ডোমেইন সার্চ করার পর সেটি এভেইলেবল থাকলে এখানে আপনার ডোমেইনের বর্তমান প্রাইস দেখতে পাবেন। এখন Continue বাটনে ক্লিক করুন।

এখন আপনি আপনার অর্ডার করা প্যাকেজটি আবার রিভিউ করে নিতে পারেন। Currency পরিবর্তন করে প্রাইস দেখতে পারে।
কোনো অফার থাকলে তার প্রোমোকোড দিতে পারেন।
এবং আপনার যদি ইতিমধ্যে আইটি নাট হোস্টিংয়ে আমাদের সাথে একটি ক্লায়েন্ট এরিয়া অ্যাকাউন্ট থাকে তবে উপর হতে “Existing Customer Login” অপশনটি সিলেক্ট করে অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। অথবা আপনি Create a New Account অপশনটি সিলেক্ট করে এই পেইজে ইনফরমেশন দিয়ে একটি নতুন অ্যাকাউন্ট “Register” করতে পারেন।
আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে। তাই আমি লগইন করে নিচ্ছি।

লগইন করার পর এখানে অ্যাকাউন্ট এর সকল ডিটেইলস দেখা যাবে।
এখন স্ক্রল করে একটু নিচের দিকে আসলে কয়েকটি অপশন দেখতে পাবেন।
আপনি যদি আপনার ডোমেইনে জন্য আলাদা কন্টাক্ট ডিটেইলস ব্যবহার করতে চান তাহলে ড্রপ ডাউন মেনু থেকে Add New Contact-এ ক্লিক করে আলাদা কন্টাক্ট ডিটেইলস ব্যবহার করতে পারেন।
পেমেন্ট মেথড থেকে আপনার পছন্দের পেমেন্ট মেথডটি সিলেক্ট করতে পারেন।
টার্মস অব কন্ডিশন এর চেকবক্সে ক্লিক করে টার্মস অব সার্ভিস অ্যাকসেপ্ট করুন।
Checkout বাটনে ক্লিক করুন।

Checkout বাটনে ক্লিক করার পর আপনাকে পেমেন্ট গেটওয়েটে নিয়ে যাওয়া হবে। গেটওয়ে দিয়ে আপনার পেমেন্ট নিশ্চিত হয়ে গেলে আপনার অর্ডারটি অটোমেটিকভাবে Activated হবে এবং আপনি আপনার বিজনেস মেইলের ডিলেইলস ইমেইলে পাবেন।