মূলত আমাদের শেয়ার্ড হোস্টিং এর সাথে আপনার ডোমেইন যোগ করার পর ২৪ ঘন্টার ভেতর অটোমেটিক ভাবে সেই ডোমেইন এর ফ্রি এসএসএল জেনারেট হয়। তবে এর আগেও আপনি আপনার সি-প্যানেল থেকে আমাদের প্রোভাইড করা ফ্রী SSL সহজ কিছু স্টেপের মাধ্যমে জেনারেট করতে পারেন। আপনার যদি ওয়েবসাইটের সিকিউরিটি আরো বেশি বৃদ্ধি করার প্রয়োজন হয় তবে আপনি আমাদের Paid SSL নিতে পারেন। আমাদের SSL Certificate page টি ভিজিট করে আপনার পছন্দের পেইড SSL প্লানটি নির্বাচন করতে পারেন।
AutoSSL দিয়ে SSL জেনারেট করতে অনুগ্রহ করে নিচের গাইডলাইনটি অনুসরণ করুন
১. প্রথমে আপনার সি-প্যানেলে লগ ইন করুন।
২. এরপর “Security” সেকশন থেকে “SSL/TSL Status” আইকনে ক্লিক করুন। এখন আপনার সকল ডোমেইন এবং সাব-ডোমেইনের SSL Status এর তালিকা দেখতে পাবেন। আপনি চাইলে সবগুলো এক সাথে অথবা নির্ধারিত ডোমেইন বা সাব-ডোমেইনের জন্য আলাদা করে SSL জেনারেট করতে পারেন।

৩. সকল ডোমেইন ও সাব-ডোমেইনে SSL জেনারেট করতে “Domain” নামের বাম পাশে টিকমার্ক দিয়ে “Run AutoSSL” বাটনে ক্লিক করুন।

৪. এখন “AutoSSL Is In Progress” এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। একটি Successful নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন যে আপনার প্রসেসটি সম্পন্ন হয়েছে।

আপনাকে ধন্যবাদ!
প্রসেসটি সঠিকভাবে সম্পন্ন করার কিছুক্ষনের মধ্যেই AutoSSL জেনারেট হবে। আপনার ওয়েবসাইট ভিজিট করে এখনও এসএসএল না পেলে আপনার ব্রাউজার ক্যাশ ক্লিন করার প্রয়োজন হতে পারে। আপনি যদি আপনার ওয়েবসাইটটিকে “Secure” না দেখেন তবে অনুগ্রহ করে আমাদের সাপোর্টে যোগাযোগ করুন।