ভিপিএস কি?
একটি ডেডিকেটেড সার্ভারকে ভার্চুয়ালাইজেশন টেকনোলজির মাধ্যমে একাধিক ভাগে ভাগ করে ছোট ছোট সার্ভার তৈরি করা হয়, আর এই সার্ভার কেই VPS সার্ভার বলে। এই VPS সার্ভারগুলো প্রতিটি ইনডিপেনডেন্ট সার্ভার হিসেবে কাজ করে এবং সেখানে অপারেটিং সিস্টেম, স্টোরেজ, র্যাম এবং প্রসেসর থাকে, যদিও তা মূল ডেডিকেটেড সার্ভার এরই অংশ। ভিপিএস এর পূর্ণরূপ হলো (Virtual Private Server)।
ভিপিএস কত প্রকার?
VPS মূলত ২ প্রকার Unmanaged VPS এবং Managed VPS হার্ডওয়্যারগত দিক থেকে ম্যানেজড এবং আনম্যানেজড ভিপিএস এর মধ্যে কোন পার্থক্য নেই। কিন্তু প্রাইজের দিক থেকে পার্থক্য রয়েছে।
Unmanaged VPS

Managed VPS
VPS কীভাবে কাজ করে?

ভিপিএস এর সুবিধা
- শেয়ারর্ড হোস্টিং এর থেকে কয়েকগুণ স্পিড।
- শেয়ারর্ড হোস্টিং এর চেয়ে সিকিউর বেশি।
- ইউজার ফুল এক্সসেস পেয়ে থাকে।
- ডেডিকেটেড রিসোর্স ব্যবহার করা যায়।
- ইউজার তার ইচ্ছামতো কাস্টোমাইজ করে নিতে পারে।
- ওয়েবসাইট, অ্যাপস, ক্লাউড স্টোরেজ ইত্যাদি যে কোন কাজে ব্যবহার করা যায়।
- ডেডিকেটেড সার্ভার এর মতো ব্যবহার করা যায় কিন্তু ডেডিকেটেড সার্ভার এর চেয়ে দাম কম।
ভিপিএস এর অসুবিধা
- শেয়ারর্ড হোস্টিং এর চেয়ে প্রাইজ বেশি।
- ডেডিকেটেড সার্ভারের মতো সম্পূর্ণ রিসোর্স ব্যবহার করা যায় না।
- শেয়ারর্ড হোস্টিং এর তুলনায় ম্যানেজ করা কঠিন, তাই টেকনিক্যাল নলেজ এর প্রয়োজন (আনম্যানেজড সার্ভার এ ক্ষেত্রে)।
কোন ধরণের ওয়েব সাইটের জন্য VPS বেস্ট হবে?
ভিপিএস কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন
- ব্যকআপ সিস্টেম কেমন জেনে নিবেন।
- নিউ প্রাইজ আর রিনিউ প্রাইজের মধ্যে পার্থক্য কেমন হবে।
- কোন মানিব্যাক গ্যারান্টি আছে কিনা দেখে নিবেন।
- সিকিউরিটি সিস্টেম কি কি ব্যবহার করা হয়েছে যাচাই করে নিবেন।
- প্রভাইডার অরিজিনাল লাইসেন্স ব্যবহার করে কিনা চেক করে নিবেন।
- ফ্রি ট্রায়াল অফার করছে কিনা চেক করে নিবেন, যদি ট্রায়াল বা ডেমো অফার করে থাকে তাহলে অবশ্যই ট্রায়াল নিয়ে দেখবেন।
- যে প্রভাইডার থেকে VPS নিবেন তাদের রিভিউ কেমন, কত দিন যাবত মার্কেটে আছে ইত্যাদি বিষয়ে অবশ্যই যাচাই করে নিবেন।


কেন IT Nut VPS ব্যবহার করবেন?
- অন্য প্রভাইডারদের সাথে কম্পেয়ার করলে দেখতে পারবেন আমাদের VPS প্যাকেজের প্রাইজ অন্যদের তুলনায় কম।
- সফটওয়্যার এবং হার্ডওয়্যার উভয় লেভেলে আমাদের সিকিউরিটি ব্যবস্থা রয়েছে, তাই আপনার ডাটা VPS এ সিকিউর।
- আমাদের সবগুলো VPS প্যাকেজে KVM টেকনোলজি ইউজ করা তাই OpenVZ এর মত শেয়ার্ড Karnel ইউজ করতে হয়না ও পার্ফমেন্স অনেক ভালো থাকে। KVM এ Dedicated Karnel হওয়ায় হাইলি কাস্টমাইজেবল।
- DDoS Attack রোধ করার জন্য একাধিক লেয়ারের প্রটেকশন ব্যবস্থা রয়েছে।
Unmanaged VPS নাকি Managed VPS কোনটা নিবেন?
আসলে এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ওপরে। আপনি যদি একজন টেকি পারসন হয়ে থাকেন, সার্ভার ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে আনম্যানেজড ভিপিএস নিতে পারেন এতে করে আপনার খরচ কম হবে। আবার আপনি যদি সার্ভার ম্যানেজমেন্ট শিখতে চান সেক্ষেত্রেও Unmanaged VPS দিয়ে শুরু করতে পারেন।
ভিপিএস হোস্টিং সম্পর্কে আপনার পূর্বের জ্ঞান না থাকলে Managed VPS নিতে পারেন, কেননা এখানে আপনাকে VPS সার্ভারের কোন কাজ ই করতে হবে না, সার্ভার এন্ডের যাবতীয় কাজ হোস্টিং প্রভাইডার করে দিবে। তবে ম্যানেজড ভিপিএস এ খরচ একটু বেশি হবে।
BDIX VPS কি?
BDIX VPS নাকি অন্য লোকেশনের VPS নিবেন?
আপনার টার্গেটেড অডিয়েন্স যদি গ্লোবাল হয়ে থাকে, তাহলে USA সার্ভারের ভিপিএস নিতে পারেন। টার্গেটেড অডিয়েন্স যদি কোন নিদির্ষ্ট দেশ কেন্দ্রিক হয়ে থাকে তাহলে ওই দেশের সার্ভার নিতে পারেন যেমন: আপনার অডিয়েন্স যদি সিঙ্গাপুরের হয়ে থাকে সেক্ষেত্রে সিঙ্গাপুর লোকেশনের সার্ভার নেওয়াই বেস্ট হবে। আর আপনার অডিয়েন্স যদি বাংলাদেশ টার্গেট হয়ে থাকে তাহলে অবশ্যই BDIX VPS নিতে পারেন।

ওয়েব হোস্টিং এবং ভিপিএস হোস্টিং এর পার্থক্য
ওয়েব হোস্টিং
ভিপিএস হোস্টিং
ভিপিএস হোস্টিং এ প্রায় সব ধরণের কাজেই ব্যবহার করা যায়। VPS শেয়ারর্ড হোস্টিং এর তুলনায় অধিক সিকিউর এবং এখানে প্রায় সব ধরণের এক্সসেস থাকে তাই ইউজার তার ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারে। শেয়ারর্ড হোস্টিং এর থেকে VPS এর স্পিড কয়েকগুণ বেশি হয় কিন্তু প্রাইজ ও কিছুটা বেশি। শেয়ারর্ড হোস্টিং এর তুলনায় VPS ম্যানেজ করা কঠিন কারণ এখানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নেই টার্মিনালের মাধ্যমে কাজ করতে হয়।
ভিপিএস কাদের জন্য না?
কেন শেয়ারর্ড হোস্টিং থেকে ভিপিএস হোস্টিং এ মুভ করবেন?
আপনার সাইটের স্পিড যদি বাড়াতে চান এবং সিকিউরিটি নিশ্চিত করতে চান তবে ভিপিএস হোস্টিং হতে পারে আপনার বেস্ট চয়েজ। এছাড়া এখন সবকিছুই প্রায় ক্লাউডে মুভ হচ্ছে এবং ফিউচারে এর চাহিদা কয়েকগুণ বেড়ে যাবে তাই ক্লাউড / সার্ভার ম্যানেজমেন্ট শিখতে চাইলে ভিপিএস হোস্টিং দিয়ে শুরু করতে পারেন। আপনি যে ওয়েবসাইট টি এখন শেয়ারর্ড হোস্টিং এ রান করছেন, বা শুরু করতে যাচ্ছেন সেই সাইট ফিউচারে বড় হবেই এবং তখন আপনাকে বাধ্য হয়ে ভিপিএস এ মুভ করতেই হবে আর তখন হঠাৎ ভিপিএস এ মুভ করে কোন কিছু বুঝে উঠতে পারবেন না বিভিন্ন প্রবলেম ফেস করতে হবে অথবা ম্যানেজড ভিপিএস নিতে হবে। যেহেতু পরে মুভ করতেই হবে, তো সেটা আগে থেকেই কেন নয়?
ভিপিএস নিয়ে কেন ভয়? প্রাইজ কি খুব বেশি?
কিভাবে শেয়ারর্ড হোস্টিং থেকে ভিপিএস এ মুভ করবেন?
আপনি যদি অলরেডি শেয়ারর্ড হোস্টিং ব্যবহার করে থাকেন তাহলে খুব সহজেই ভিপিএস এ মুভ করতে পারবেন। প্রথমে যে কোন ভিপিএস প্যাকেজ পারচেস করুন, যদি সেটি আনম্যানেজড ভিপিএস হয় তাহলে মাইগ্রেশন আপনার নিজের করে নিতে হবে অথবা এক্সটা ফি দিয়ে মাইগ্রেশন করে নিতে হবে। আর যদি ম্যানেজড ভিপিএস পারচেস করেন তাহলে যাবতীয় কাজ আপনার হোস্টিং প্রভাইডার করে দিবে আপনার কিছুই করতে হবে না।

