Table of Contents
সিপ্যানেলে লগইন করে পাসওয়ার্ড রিসেট করনঃ
যদি আপনার সিপ্যানেলের পাসওয়ার্ড ভূলে যান তাহলে নিচের কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে সিপ্যানেল পাসওয়ার্ডটি পুনরায় সেট করতে পারেন।
১. আপনার সিপ্যানেল লগইন URL এ যান যেখানে সিপ্যানেলের Username এবং Password জানতে চাইবে।
২. নীচে থেকে “Reset Password” বাটনে ক্লিক করুন।
৩. পরের পেইজে, আপনার সিপ্যানেল Username টি লিখুন এবং “Reset Password” বাটনে আবার ক্লিক করুন।
৪. এখন আপনার সিপ্যানেলের “Contact Email Address” টি লিখুন এবং “Send Security Code” বাটনে ক্লিক করুন। সেই ইমেইল অ্যাকাউন্টে Security Code দেখতে পাবেন।
৫. আপনার ইমেইলের ইনবক্স বা স্প্যাম বাক্সে থেকে Security Code টি নিন।
৬. এখন Security Code টি সাবমিট করুন এবং “Reset Password” বাটনে ক্লিক করুন।
অবশেষে, সিপ্যানেল অ্যাকাউন্ট রিসেট সফলভাবে শেষ হবে। এখন আপনি আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে সিপ্যানেলে লগ ইন করতে পারেন।
ক্লায়েন্ট এরিয়া থেকে পাসওয়ার্ড রিসেট করনঃ
আপনি আইটি নাট হোস্টিংয়ের ক্লায়েন্ট এরিয়া থেকে নিজের সিপ্যানেল পাসওয়ার্ডও রিসেট করতে পারেন। আপনার সিপ্যানেল পাসওয়ার্ডটি রিসেট করতে এই পদক্ষেপটি অনুসরণ করুনঃ
১. প্রথমে আপনার Client Area তে লগইন করে Services অপশনে ক্লিক করুন।

২. এখানে আপনার হোস্টিং প্যাকেজগুলোর একটি লিস্ট দেখতে পাবেন। এখন আপনি যে হোস্টিং এর সিপ্যানেলে পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছেন তার ডানপাশে থ্রি-ডট বাটনে করে View Details অপশনে ক্লিক করুন।

৩. এখন ডানপাশে “Change Password” অপশনে ক্লিক করুন।

৪. “New Password” এবং “Confirm New Password” অপশনে শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে পূরণ করুন। অথবা, “Generate Password” বাটনে ক্লিক করে পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন।
৫. নতুন সিপ্যানেল পাসওয়ার্ড সেট করতে “Save Changes” এ ক্লিক করুন।

এখন আপনি একটি নতুন পাসওয়ার্ড ব্যবহার করে আপনার সিপ্যানেলে লগ ইন করতে পারেন।