নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে আপনার সিপ্যানেল থেকে খুব সহজে একটি ইমেইল অ্যাকাউন্ট তৈরি পারেনঃ

 প্রথমে আপনার সিপ্যানেলে লগ ইন করে  ইমেইল সেকসন থেকে “Email Accounts” আইকনে ক্লিক করুন।

AnyConv.com webmail 1 1024x369 1

নতুন পেইজ থেকে, Create বাটনে ক্লিক করুন।

AnyConv.com webmail 2 1024x272 1

একটি নতুন পেইজ আপনার স্কীনে দেখতে পাবেন। 

এইখানে থেকেঃ

    • Domain: আপনি যে ডোমেইন দিয়ে ইমেইল তৈরি করতে চান তা নির্বাচন করুন।
    • Username:  আপনি যে Username দিয়ে আপনার ইমেইলটি ব্যবহার করতে চান তা নির্বাচন করুন। উদাহরণস্বরূপ, যদি আপনার ইমেইলটি “contact@yourdomain.com” হয় তবে এখানে “contact” লিখুন
    • Password: এখানে আপনার ইচ্ছামত পাসওয়ার্ড লিখে Enter প্রেস করুন। তবে আপনি “Generate” বাটনে ক্লিক করে একটি পাসওয়ার্ড তৈরি করতে পারেন।
    • Storage Space: এই অপশনে আপনি চাইলে আপনার ইমেইল স্টোরেজ নির্দ্ধারন করে দিতে পারেন। অথবা এড়িয়ে যেতে পারেন। 
    • অন্যান্য অপশনগুলো পরিবর্তন না করে “Create” বাটনে ক্লিক করুন।AnyConv.com webmail 3 1024x623 1

অভিনন্দন! আপনার কাস্টম ইমেইলটি তৈরি হয়েছে! এখন আপনার ওয়েবমেইলে লগ ইন করতে পারেন। আপনার ওয়েবমেইলে লগইন করতে “কিভাবে ওয়েব মেইল এর লগইস করবেন” এই সাপোর্ট গাইডলাইনটি দেখতে পারেন।