নিম্নলিখিত নির্দেশাবলী অনুসরণ করে খুব সহজেই আপনার ডোমেইনটি আইটি নাট হোস্টিংয়ে ExonHost থেকে ডোমেইন ট্রান্সফার বা অন্য যে কোনো প্রোভাইডারে ট্রান্সফার করতে পারবেন।
ExonHost থেকে ডোমেইন ট্রান্সফার করার নিয়ম
১. ExonHost ক্লায়েন্ট এরিয়ায় লগ ইন করুন।
২. ড্যাশবোর্ড থেকে “Domains” সেকসনে ক্লিক করুন।
৩. আপনার ডোমেইন নামের পাশে তিন-ডট বাটনে ক্লিক করুন এবং “Manage Domain” বাটনে ক্লিক করুন।
৪. আপনার ডোমেইনটি ট্রন্সফারের জন্য প্রস্তুত করতে আপনাকে রেজিস্ট্রার লকটি Disable করতে হবে। এটি করতে ডান পাশের বার থেকে “Registrar Lock” বাটনে ক্লিক করুন।

৫. যদি আপনার রেজিস্ট্রার লক স্ট্যাটাস সেট করা থাকে তবে টগল বাটনটি অফ করতে এটিতে ক্লিক করুন।

৬. আপনার ডোমেইন ট্রান্সফার Authorize জন্য এখন আপনার শুধু EPP Code প্রয়োজন। এটি করতে ডান পাশের বার থেকে “Get EPP Code” বাটনে ক্লিক করুন।
৭. আপনার ডোমেইন EPP Code টি এই পেইজে দেখতে পাবেন।
ধন্যবাদ !
আপনি যদি রেজিস্ট্রার লক ডিজেবল করেন এবং ডোমেইন EPP Code পেয়ে থাকেন তবে এখন আপনি আইটি নাট হোস্টিংয়ে ট্রান্সফার রিকুয়েস্ট করতে পারবেন। আরও জানতে পড়ুন কিভাবে ডোমেইন ট্রন্সফার রিকোয়েস্ট করবেন
অথবা যে কোনো সময় আমাদের সাপোর্টে যোগাযোগের মাধ্যমে বিস্তারিত জেনে আপনার সমস্যার সমাধান করতে পারেন