অনেক সময় ওয়েবসাইটে কোনো সমস্যার কারনে আপনার ওয়ার্ডপ্রেসের কোর ফাইল রিপ্লেস করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে –
১) প্রথমে আপনার ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে রাখতে হবে। একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের প্রধান ফাইল অর্থাৎ “wp_ content” এবং “wp_ config.php” কে রেখে বাকি ফাইলগুলো রিপ্লেস করা করা হবে।
২) রিপ্লেস করার আগে ওয়ার্ডপ্রেসের ভার্সনটি চেক করে নিতে হবে কারণ ওয়ার্ডপ্রেসটি যদি অনেক আগের ভার্সন হয় আর আপনি যদি রিপ্লেস করে নতুন ভার্সন দেন সেক্ষেত্রে ওয়েবসাইটের অন্য ধরনের সমস্যা বা Compatibility নষ্ট হতে পারে।
৩) আপনার ওয়ার্ডপ্রেস ভার্সনটি চেক করার জন্য প্রথমে আপনার সি-প্যানেলে লগইন করুন। এরপর “File Manager” আইকনে ক্লিক করে “public_html” থেকে “wp_includes” ফাইলে যান।
৪) নতুন পেইজে, আপনি কিছু ফোল্ডার ও ফাইল দেখতে পাবেন। এখন স্ক্রল করে একবারে নিচের দিকে এসে “version.php”-এ ক্লিক করে এই পেইজের একবারে উপরের “Veiw” বাটনে ক্লিক করুন।
৫) এখন নতুন পেইজ থেকে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সনটি দেখতে পাবেন।
৬) এখন কোর ফাইল রিপ্লেসের জন্য নতুন একটি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিতে হবে। ওয়ার্ডপ্রেসের নতুন এবং আগের ভার্সন নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন।
ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সন ডাউনলোড করুনঃ
ওয়ার্ডপ্রেসের আগের ভার্সনগুলো ডাউনলোড করুনঃ
৭) এখন আপনার ওয়েবসাইটের ফাইল ম্যানেজার থেকে “wp_content” ফোল্ডার এবং “wp_config.php” ফাইল এই দুটি রেখে বাকিগুলো রিপ্লেস করে দিলেই মূলত ওয়েবসাইট কাজ করে। এজন্য “wp_content” ফোল্ডার এবং “wp_conflig.php” ফাইল রেখে বাকিগুলো Delete করে দিতে হবে।
৮) আগে ডাউনলোড করা ওয়ার্ডপ্রেস ফাইলটি “Extract” করে সেখানে থেকে ”wp_content” এবং “wp_config.php” এই দুইটি ডিলিট করে দিয়ে বাকি ফাইলগুলো আবার কমপ্রেস (zip file) করে নিতে হবে। এরপর সি-প্যানেল থেকে সেই zip file টি “public_html” ফোল্ডারে আপলোড করে “Extract” করতে হবে।
৯) কোর ফাইল রিপ্লেস করার পর “wp_content” ফোল্ডার চেক করে দেখতে হবে কোনো ক্যাশ ফাইল আছে কিনা। যদি থাকে তাহলে সেগুলোও ডিলিট করে দিতে হবে।
এইভাবে কোর ফাইল রিপ্লেস করার পর আপনার ওয়েবসাইটটি ভিজিট করে চেক করতে হবে সমস্যাটি সমাধান হয়েছে কিনা।