অনলাইনে লাইভ থাকা এর প্রতিটি ওয়েবসাইট দুইটি প্রধান এক্সটেনশন নিয়ে তৈরি। একটি ডোমেইন এবং অন্যটি হোস্টিং। প্রতিটি ডোমেইন এর একটি নির্দিষ্ট হোস্টিং আছে এবং সেই হোস্টিং এর একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেসের সাথে ডোমেইন কানেক্ট করা থাকে। এখন আমরা দেখব ডোমেইনের হোস্টিং আইপি এবং কোন সার্ভার থেকে ওয়েবসাইট লোড হচ্ছে অর্থাৎ ওয়েবসাইট লোডিং আইপি বা সার্ভার তা কিভাবে খুঁজে বের করতে হয়।
ওয়েবসাইট লোডিং আইপি বা সার্ভার ৩ ভাবে চেক করা যায়
- ওয়েলকাম মেইল চেক করে
- পিং কমান্ড ব্যাবহার করে
- গ্লোবাল DNS চেকার ব্যবহার করে
Table of Contents
ওয়েলকাম মেইল চেক করে
হোস্টিং কেনার পর আপনার হোস্টিং প্রোভাইডার কোম্পানি আপনাকে হোস্টিং এর ডিটেইলসসহ একটি মেইল পাঠাবে। আপনার হোস্টিং কোম্পানির পাঠানো ওয়েলকাম মেইলে আপনার ডোমেইন বা সার্ভারের আইপি অ্যাড্রেস উল্লেখ করা থাকে।
নোটঃ কোন কোন সময় এই email টি আপনার email এর spam folder এ থাকতে পারে।
পিং কমান্ড ব্যাবহার করে
আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে পিং কমান্ড ব্যবহার করেও আইপি খুঁজে বের করতে পারেন। পিং কমান্ড দিয়ে মূলত কোনো সার্ভার আপনার রিকুয়েস্ট এর রিসপন্স করছে কি না তা জানা যায়।
উইন্ডোজ এর ক্ষেত্রে
প্রথমে Windows এর Command Prompt বের করার জন্য Start এ গিয়ে Search করুন cmd এবং Command Prompt টি তে ক্লিক করে ওপেন করু
এরপর লিখুন ping [space] yourdomain.com এবং Enter press করুন। কোনো সার্ভার থেকে রেসপন্স করলে সেই সার্ভারের আইপি এখানে দেখাবে
ম্যাক এর ক্ষেত্রে
প্রথমে আপনার ম্যাকবুক এর Terminal ওপেন করুন। এরপর লিখুন ping [space] yourdomain.com এবং Enter press করুন। Windows এর মতোই কোনো সার্ভার থেকে রেসপন্স করলে সেই সার্ভারের আইপি এখানে দেখাবে
নোটঃ যদি কোন Website এর Ping Response off করা থাকে তাহলে এই পদ্ধতি কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে আপনি ১ ও ৩ নম্বর পদ্ধতি ব্যবহার করা IP Address খুঁজে বের করতে পারেন
গ্লোবাল DNS চেকার ব্যবহার করে
আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের Browser ওপেন করুন। এরপর DNS Checker এই website এ গিয়ে আপনার Domain এর নাম লিখে রেকর্ড A সিলেক্ট করে সার্চ করুন। এখানে হাতের ডান পাশে যে আইপি দেখাবে সেটিই আপনার ডোমেইনের হোস্টিং আইপি
নোটঃ এখন প্রায় ওয়েবসাইটেই CDN ( content delivery network) ব্যবহার করা থাকে। যদি দেখেন এখানে একের অধিক IP Address show করছে তাহলে বুঝে নিতে হবে ডোমেইনটিতে CND ব্যবহার করা হয়েছে।
আইপি দিয়ে কিভাবে সার্ভার ডিটেইলস বের করার নিয়ম
আপনি সরাসরি আপনার Device থেকে এই লিঙ্কে ক্লিক করুন whatismyipaddress.com আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন
এরপর উপরে দেওয়া যেকোনো প্রসেস ব্যবহার করে খুঁজে পাওয়া আইপ অ্যাড্রেসটি সার্চ বক্সে কপি-পেস্ট করে Search বাটনে ক্লিক করুন। এখন আপনি Hostname এর জায়গায় আপনার Hosting Provider এর নাম এবং Website Address দেখতে পাবেন। এবং যে সার্ভার থেকে আপনার ডোমেইনটি লোড হচ্ছে তার লোকেশসহ ডিটেইলস দেখতে পাবেন।
নোটঃ অনেক সময় Service Maintenance এর জন্য এই Website টি লাইভ নাও থাকতে পারে। যদি দেখেন Website টি ভিজিট হচ্ছে না তাহলে আপনি Google এ What is my ip address লিখে Search করলে অনেক website পাবেন যেখানে আপনার Domain এর ping করা IP Address বসিয়ে Search করলেই সব তথ্য পেয়ে যাবেন।
Domain এর হোস্টিং আইপি অ্যাড্রেস অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য। যা আপনার Domain এর যেকোনো Subdomain কে point করার জন্য ব্যবহার করার প্রয়োজন হতে পারে। উপরের দেওয়া যেকোনো প্রসেস অনুসরণ করে আপনি আপনার ডোমেইনের হোস্টিং আইপি এবং সার্ভার ডিটেইলস সহজেই জানতে পারবেন।