SSD হোস্টিং বলতে সে সকল হোস্টিংকে বোঝায় যারা স্টোরেজ হিসেবে HDD কে বাদ দিয়ে সলিড স্টেড ড্রাইভ টেকনোলজি ইউজ করে। এসএসডি প্রচলিত হওয়ার আগে পর্যন্ত HDD ছিল কম্পিউটার ও সার্ভারের জন্য ডিফল্ট স্টোরেজ সিস্টেম। হার্ড ডিস্ক ড্রাইভ ডাটা রিড রাইট করার জন্য ডিস্কের স্পিনকে কাজে লাগায়। যে কারণে পরিচালনা খরচ ও সময় বেশি প্রয়োজন পরে। কিন্তু ২০০৯ সালের পর SSD আসার পর স্টোরেজ ডিভাইস টেকনোলজি পরিবর্তন হয়ে যায়।
সময়ের সাথে সাথে ইন্টারনেট ব্রাউজিং কে আরও দ্রুত গতির করার জন্য সার্ভার গুলোতে SSD ইউজ করার প্রচলন তৈরি হয়। HDD থেকে অনেক বেশি রিড/রাইট স্পিড থাকার কারণে অল্প সময়ে হোস্টিং ইন্ডাস্ট্রি পুরোপুরি SSD স্টোরেজ সিস্টেমে প্রবেশ করে। আমাদের আজকের লেখায় আমরা SSD কীভাবে সার্ভারের স্পিড বৃদ্ধি করে সে সম্পর্কে আলোচনা করবো।
Table of Contents
SATA SSD এবং NVMe SSD এর মধ্যে পার্থক্য কি?
নিচে SSD SATA এবং SSD NVMe এর মধ্যকার পার্থক্য বিস্তারিত আলোচনা করা হলো।

SATA SSD
এই এসএসডি মাদারবোর্ডের সাথে কানেক্ট হতে Serial ATA (SATA) প্রযুক্তি ইউজ করে। আমরা যারা কম্পিউটার ইউজ করি তারা সবাই SATA ক্যাবল সম্পর্কে শুনেছি। বিশেষ করে যারা HDD ব্যবহার করে তারা এর সাথে অনেক বেশি পরিচিত। কারণ মাদারবোর্ডের সাথে হার্ডডিস্ক কানেক্ট করার জন্য পাওয়ার সাপ্লাইের সাথে যে ক্যাবল লাগান হয় তাকেই SATA ক্যাবল বলে। এটি একটি পুরাতন প্রযুক্তি যা SSD এর সাথেও ইউজ করা যায়। SATA SSD এর ফাইল ট্র্যান্সফার স্পিড সর্বোচ্চ 600 MB/s হয়ে থাকে।
বর্তমানে SATA III পোর্ট ব্যবহার করে ডাটা পাঠায় যা প্রতি সেকেন্ডে ৬ জিবি পর্যন্ত ব্যান্ডউইথ পাঠাতে সক্ষম হয়। অন্যদিকে এই ধরনের SSD এর দাম অনেক কম হয়ে থাকে। একে এক্সটারনাল ড্রাইভ হিসেবেও ইউজ করা যায় এবং নতুন কম্পিউটারের পাশাপাশি পুরাতন কম্পিউটার সিস্টেমের সাথেও এটি ইউজ করা যায়।
NVMe SSD
এই এসএসডি মাদারবোর্ডের সাথে কানেক্ট হতে PCIe প্রযুক্তি ইউজ করে থাকে। এই পোর্ট হচ্ছে অনেকটা র্যাম স্লটের মতো যা কোন তার নয় বরং সরাসরি বোর্ডের সাথে সংযুক্ত থাকে। Non-Volatile Memory Express (NVMe) প্রযুক্তির ডাটা ট্র্যান্সফার করার সক্ষমতা অনেক বেশি। এটি প্রতি সেকেন্ডে ৩৫০০ এমবি ডাটা ট্র্যান্সফার করে থাকে। পাশাপাশি প্রতি সেকেন্ডে ৩২ জিবি বান্ডউইথ ট্র্যান্সফার করার সক্ষমতা রাখে।
এতে ল্যাটেন্সি অনেক কমে যায় এবং পারফর্মেন্স অনেক বেশি বৃদ্ধি পায়। সাধারণত NVMe SSD এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি র্যামের সাথে অনেক দ্রুত যোগাযোগ স্থাপন করে প্রোসেসিং পাওয়ার বৃদ্ধি করতে পারে। এই এসএসডির দাম অনেক বেশি হয়ে থাকে তবে বড় বড় বা ভারী কাজ করার জন্য উপযুক্ত।
SSD কীভাবে সার্ভারের পারফর্মেন্স বৃদ্ধি করে
SSD স্টোরেজ ডিভাইস কীভাবে সার্ভারের পারফর্মেন্স বৃদ্ধি করে সে সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হলো।
ডাটা অ্যাক্সেস দ্রুতগতির করে
কোন হোস্টিং ভালো টা জানার জন্য যে দিক সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় টা হলো সার্ভারের গতি। সার্ভারের গতি বৃদ্ধি করার জন্য স্টোরেজ ডিভাইসের পারফর্মেন্স অনেক বড় প্যারামিটার হিসেবে কাজ করে। এর কারণ হচ্ছে ডাটা রিড/রাইট স্পিড যখন বেশি হবে তখন সার্ভার থেকে সার্ভারের সংযোগ স্পিড বৃদ্ধি পাবে এবং ওয়েবসাইটের বা অ্যাপ্লিকেশানের দ্বারা ট্র্যান্সফার স্পিড তত বৃদ্ধি পাবে।
গতানুগতিক HDD সার্ভারের স্লো রিড/রাইট স্পিড থেকে SSD সার্ভারের প্রোসেসিং ও ডাটা অ্যাক্সেস স্পিড অনেক বেশি। যে কারণে হোস্টিং সার্ভারের পারফর্মেন্স বৃদ্ধিতে SSD অনেক বড় ভূমিকা পালন করে থাকে।
ল্যাটেন্সি কমায়
ওরিজিন সার্ভারের সাথে ওয়েব সার্ভারের সংযোগের যে সময় তা হচ্ছে ল্যাটেন্সি। এই ল্যাটেন্সি যত কম হবে ওয়েবসাইট তত দ্রুত লোড হবে। কারণ ল্যাটেন্সি কম হওয়া মানে সার্ভার থেকে সার্ভারের দূরত্ব কম হওয়া। পাশাপাশি যদি সার্ভারের ডাটা সাপ্লাই করার গতি বেশি হয় তাহলে কোন ধরনের বাফারিং হয় না।
এতে ব্রাউজার থেকে ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠাতে তা অনেক দ্রুত সময়ের মধ্যে ইউজারের ব্রাউজারে চলে আসে। এতে সাইট স্পিড অনেক বেড়ে যায়। আর যেহেতু SSD হোস্টিং এ ঘূর্ণ্যমান ডিস্ক নেই এতে ডাটা ট্র্যান্সফার ল্যাটেন্সি কমে যায়।
উচ্চ রিড/রাইট স্পিড

গতানুগতিক HDD এর সাথে SATA SSD এর তুলনা করলেও SSD অনেক বেশি এগিয়ে আছে। কারণ সবথেকে ভালো কোম্পানির HDD এর ট্র্যান্সফার রেট 524 MB/s পর্যন্ত যেখানে SSD এর ট্র্যান্সফার রেট হচ্ছে 600 MB/s থেকেও বেশি।
NVMe এসএসডি এর স্পিড SATA SSD থেকে আরও অনেক বেশি। NVMe প্রতি সেকেন্ডে ৩৫০০ এমবি ডাটা ট্র্যান্সফার করার ক্ষমতা রাখে। তাহলে একবার চিন্তা করে দেখুন প্রতি সেকেন্ডে প্রায় ৩.৪ জিবি ডাটা ট্র্যান্সফার করে থাকে। তাহলে ভেবে দেখুন প্রতি মিনিটে কি পরিমাণ ডাটা ট্র্যান্সফার করবে।
ভার্চুয়ালাইজেশন স্পিড বৃদ্ধি করে
সার্ভারে ভার্চুয়ালাইজেশন ইউজ করার জন্য SSD স্টোরেজ হোস্টিং এর কোন বিকল্প নেই। কারণ VM গুলো পরিচালনা করার জন্য সার্ভারের ডাটা ট্র্যান্সফার স্পিড অনেক বেশি হতে হয়। পাশাপাশি রেন্ডার স্পিড বেশি পাওয়ার জন্য Input/ Output Operations (IOPS) ক্যাপাসিটি বেশি থাকতে হয়।
সেই দিক থেকে চিন্তা করলে দেখা যায় গতানুগতিক HDD থেকে SSD এর গতি অনেক বেশি। কারণ HDD প্রতি সেকেন্ডে ৫০-২০০ পর্যন্ত IOPs পরিচালনা করতে পারে। অন্যদিকে একটি SSD প্রতি সেকেন্ডে ১০০০-১০,০০০ পর্যন্ত IOPs অপারেশন পরিচালনা করতে পারে।
ডাটা লসের সম্ভাবনা কম
SSD তে ডাটা সংগ্রহ করে রাখার জন্য মেমোরি চিপ ইউজ করা হয়। ডাটা রিড/রাইট করতে SSD এর ডিস্ক স্পিনিং বা এই ধরনের কোন টেকনোলজি ইউজ করতে হয় না। যে কারণে ঘর্ষণের ফলে অথবা অন্য কোন কারিগরি সমস্যার জন্য SSD ড্যামেজ হওয়ার সম্ভাবনা কম থাকে।
এই কারণে এই স্টোরেজ ডিভাইসে ডাটা লস কম হয়। লাইফ-সাইকেল হিসেব করলেও দেখা যায় গতানুগতিক HDD থেকে SSD বেশিদিন টিকে। অন্যদিকে SATA SSD থেকে NVMe SSD আরও বেশিদিন স্থায়ী হয়।
ডাটাবেজ স্পিড বৃদ্ধি করে
যে সকল ওয়েবসাইট ডাটাবেজের উপরে নির্ভর করে পরিচালিত হয় সেগুলোর জন্য ডাটাবেজ স্পিড অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওয়ার্ডপ্রেস বা ই-কমার্স ওয়েবসাইট গুলো চলার জন্য ডাটাবেজের প্রয়োজন পরে। কারণ তারা ওয়েবসাইটে ডাটা শো করানোর জন্য ডাটাবেজ থেকে কোয়েরি নিয়ে আসে।
যে কারণে ডাটাবেজ যদি স্লো হয় তাহলে ওয়েবসাইট অনেক ধীরে লোড হয়। তবে সার্ভারে SSD ইন্টিগ্রেট করার মাধ্যমে ডাটাবেজ পারফর্মেন্স অনেক বৃদ্ধি পায়। কারণ কোয়েরি লোড হয় দ্রুত এবং সার্ভারের সাথে কানেকশন গতিশীল হয়ে থাকে।
আমাদের ITNutHosting এ BDIX, VPS, Speed Star হোস্টিং সহ অন্যান্য সকল সার্ভারে স্টোরেজ হিসেবে SSD ইউজ করা হয়েছে। এখানে গতানুগতিক SSD ইউজ না করে NVMe SSD ইউজ করা হয়েছে। যে কারণে ওয়েবসাইট স্পিড যেমন অনেক ফাস্ট হয়েছে তেমনি ডাটা সিকিউরিটি ও অন্যান্য বিষয়ে ইমপ্রুভমেন্ট হয়েছে।
শেষ কথা
ওয়েব সার্ভারের স্পিড বৃদ্ধি করার জন্য SSD প্রযুক্তির কোন বিকল্প নেই। কারণ এই টেকনোলজি ডাটা রিড/রাইট স্পিড বৃদ্ধি করার পাশাপাশি ডাটা সিকিউরিটি প্রদান করে থাকে। বড় ট্র্যাফিক মেইন্টেইন করে, ই-কমার্স বা ডাটাবেজ নির্ভর অ্যাপ্লিকেশান ইউজ করতে হয় এই সকল সার্ভারের জন্য NVMe SSD হোস্টিং একটি আদর্শ সমাধান।
