You are currently viewing আইটি নাট এর নতুন সিইও রবিন

গত ১২ই মার্চ ২০২১ সিইও পদ থেকে সরে দাড়ান রিয়াজুল মাসুদ রিহাম, এরপর থেকে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করে আসছিলেন আবুল বাশার রবিন। 

রবিন একজন  ফ্রিল্যান্সার হিসেবে তাঁর ক্যারিয়ার শুরু করেন এবং  গত তিন বছর যাবত IT Nut Hosting এ জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১ লা জানুয়ারি  ২০২২  এ সে আনুষ্ঠানিকভাবে CEO হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং রিয়াজুল মাসুদ রিহাম আগামী ২ বছররের জন্য উপদেষ্টা পদে সড়ে দাড়ান।

Leave a Reply