DNS Record কি?
ডিএনএস রেকর্ড হলো ডোমেইনের বা ওয়েবসাইটের জন্য কিছু নির্দেশনাবলী। অর্থাৎ ডিএনএস রেকর্ডের মাধ্যমে ডোমেইনকে নির্দেশ করা হয় যে এটি কখন কোন কাজ করবে। ডিএনএস রেকর্ডগুলো ওয়েবসাইটের বিভিন্ন কাজের জন্য কমান্ড হিসেবে কাজ করে।। একটি ওয়েব সাইট বিভিন্ন সার্ভারে প্রয়োজন অনুসারে পয়েন্ট করার জন্য ডিএনএস রেকর্ড ব্যবহার করা হয়। কোন কোন সার্ভিসের জন্য কোথায় পয়েন্ট করা হবে সে কাজ ডিএনএস রেকর্ডের মাধ্যমে সহজে সমাধান করা যায়।
কিভাবে DNS Record অ্যাড করতে হয়?
আপনার ডোমেইনটি যদি কোনো হোস্টিং এর সাথে কানেক্টেড থাকে তাহলে আপনি সহজেই সিপ্যানেল থেকেও DNS Record অ্যাড করতে পারেন। Cpanel থেকে DNS Record অ্যাড করার জন্য Zone Editor ব্যবহার করা হয়।
Cpanel এ DNS Record অ্যাড করা জন্য প্রথমেই Cpanel এ লগইন করতে হবে।আপনি যদি না জানেন কিভাবে সিপ্যানেলে লগইন করহে হয় তাহলে আপনি এই গাইডলাইন দেখে লগইন করতে পারেন: কিভাবে আমার সিপ্যানেলে লগ ইন করব?
Cpanel এ লগইন করার পর স্ক্রল করে নিচে আসুন অথবা সার্চ বক্সে zone editor লিখে সার্চ করুন। আপনি DOMAINS সেকশনে Zone Editor অপশনটি দেখতে পাবেন। Zone Editor অপশনে ক্লিক করুন।
Zone Editor এ আসার পর ডোমেইন নেমের পাশেই কয়েকটি রেকর্ড অ্যাড করার অপশন পাবেন। তবে Manage অপশনে ক্লিক করলে অন্যান্য রেকর্ড গুলো অ্যাড করার অপশন সেখানে পাবেন। এবং সেখানে আপনার ডোমেইন এর জন্য প্রয়োজনীয় রেকর্ড সমূহ অ্যাড করতে পারবেন।
এখন আপনার যেই ডোমেইন এর জন্য DNS রেকর্ড অ্যাড করতে চান তার পাশে থাকা Manage অপশনে ক্লিক করুন।
পরের পেজ এ আপনি আপনার রেকর্ড গুলো দেখতে পারবেন নতুন রেকর্ড অ্যাড করতে চাইলে Add Record বাটনে ক্লিক করুন।
A রেকর্ডের ক্ষেত্রে:
Name এ Valid zone name ব্যবহার করতে হবে।
TTL অপশন টি তে কোন পরিবর্তন করার প্রয়োজন নেই। যেমন ছিল তেমন রাখতে হবে।
Type এ ড্রপ-ডাউন মেনু থেকে A সিলেক্ট করুন।
Record অপশন টি তে টার্গেট ডোমেইন বা প্রয়োজনে আইপি অ্যাড্রেস সেট করতে হবে
এবং সর্বশেষ Save Record এ ক্লিক করতে হবে।
আপনার রেকর্ড টি সঠিক ভাবে অ্যাড হলে সেই রেকর্ড টি দেখতে পারবেন। একই পদ্ধতিতে অন্যান্য রেকর্ড গুলো যেমন Cname রেকর্ড, MX রেকর্ড ইত্যাদি অ্যাড করতে পারবেন।
আমরা জানতে পারলাম কিভাবে Cpanel এ Zone Editor ব্যবহার করে DNS Record অ্যাড করা যায়। এখন আমরা জানব আইটি নাট হোস্টিং ক্লায়েন্ট এরিয়া থেকে কিভাবে DNS রেকর্ডগুলো ম্যানেজ করা যায়?