Cloudflare থেকে আপনার Website এর জন্য ফ্রি SSL নেয়ার আগে আপনাকে ২ টি বিষয় ভালো ভাবে জানতে হবে। Cloudflare এবং SSL কি ?
Cloudflare কি?
Cloudflare একটি কনটেন্ট ডেলিভারী নেটওয়ার্ক (CDN) যা সার্ভার এবং ইউজারের মধ্যে সিকিউরিটি নেট হিসাবে কাজ করে। আপনি যখন কোন Website এ Cloudflare অ্যাড করবেন, এটি প্রক্সি হিসাবে কাজ করবে এবং অন্যান্য ইউজার সরাসরি আপনার সার্ভারে এবং আইপি এড্রেসে পৌঁছাতে পারবে না। ক্লাউডফ্লেয়ার আপনার সার্ভারকে DDoS Attacks এবং অন্য ধরনের Attacks থেকে রক্ষা করে।
SSL কি?
SSL এর পূর্ণরূপ (Secure Socket Layer) SSL হলো ইন্টারনেট যোগাযোগের উপর নিরাপত্তা প্রদানের জন্য ব্যবহৃত ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল। অর্থাৎ আপনার Website এর নিরাপত্তা SSL ওপরই নির্ভর করে। প্রতিটা Website এর Security এর জন্য SSL একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ Element যা আপনার ওয়েবসাইটের ভিজিটরের ডাটা সুরক্ষিত করতে এবং আপনার Website এর Ranking ভালো করতে সহযোগিতা করবে। SSL কি এবং কিভাবে কাজ করে এই সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানতে আপনি আমাদের এই আর্টিকেলটি পড়তে পারেন: SSL কি এবং কিভাবে কাজ করে?
কিভাবে Cloudflare থেকে ফ্রি SSL নেওয়া যায়?
SSL একটি Paid Service তবে IT Nut Hosting এর সকল শেয়ার্ড হোস্টিং প্যাকেজের সাথে SSL লাইফটাইমের জন্য ফ্রি। তবে আপনি চাইলে আপনার Website এর জন্য Cloudflare থেকেও ফ্রিতে SSL নিতে পারেন। Cloudflare থেকে ফ্রিতে SSL নেয়ার জন্য নিচের দেখানো পদক্ষেপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে আপনার Cloudflare Account এ Login করুন। আপনার যদি Cloudflare Account না থাকে তাহলে আগে একট অ্যাকাউন্ট ওপেন করে লগইন করুন।
২। আপনি যে Website এ SSL নিতে চান তা add করুন। আপনি যদি না জানের কিভাবে Cloudflare-এ ডোমেইন অ্যাড করতে হয় তাহলে আপনি এই গাইডলাইনটি অনুসরণ করতে পারেন: কিভাবে আমার ডোমেইন ক্লাউডফ্লেয়ারে অ্যাড করব?
ডোমেইন অ্যাড করা হয়ে গেলে Active Website এ click করুন
৩। এরপর Website এর Overview থেকে SSL/TLS– এ ক্লিক করুন এবং Flexible Select করুন।
৪। এখান SSL/TLS এর অন্য ট্যাব Edge Certification এ ক্লিক করে HTTPS অন করে দিন।
আপনার কাজ শেষ। আপনার Website এ ক্লাউডফ্লেয়ারের SSL অ্যাকটিভ হতে ২৪ ঘণ্টার মত সময় লাগতে পারে। আপনার Website এর জন্য ফ্রি তে SSL Certificate পেয়ে গেছেন। এখন আপনার Website টি HTTPS এ Automatic redirect হয়ে যাবে।