আমরা প্রতিটি নতুন সিপ্যানেল হোস্টিং প্যাকেজগুলোর সাথে অটোমেটিকভাবে সিপ্যানেলের লগইন ডিটেইলস প্রোভাইড করে থাকি। সেখানে আপনি সার্ভার লগইন ডিটেইলস পাবেন। কিন্তু আপনার যদি সিপ্যানেলে লগ ইন করার জন্য কোনো সহজ উপায়ের প্রয়োজন হয় তবে আপনার ডোমেইন নামের শেষে /cPanel এড করুন।

কিভাবে লগ ইন করতে হয়

উদাহরণস্বরূপ, যদি আপনার ওয়েবসাইটটি yourdomain.com হয় । তবে আপনি এই ওয়েবসাইটের সিপ্যানেলে yourdomain.com/cpanel দিয়ে লগ ইন করতে পারেন। তবে আপনি চাইলে আপনার সিপ্যানেল সার্ভার এড্রেস দিয়েও লগইন করতে পারেন। যা সার্ভিস কেনার সাথে সাথে আমাদের সিস্টেম থেকে আপনার ইমেইলে পাঠানো হবে। এই ইমেইলে আপনার সিপ্যানেল লগইন ডিটেইলস থাকবে। যা আপনি আপনার ইমেইল ইনবক্স চেক করে খুব সহজেই পেতে পারেন। 

সরাসরি সিপ্যানেল অ্যাকাউন্টে লগ ইন করতে হয়
মনে রাখা জরুরী যে, সিপ্যানেল সন্ধানের এই উপায়টি কেবল তখনই কাজ করবে যদি আপনার ডোমেইনটি আমাদের নেমসার্ভার অথবা সঠিক DNS কনফিগারেশন ব্যবহার করে আমাদের সার্ভারের সাথে কানেক্টেড থাকে।

ক্লায়েন্ট এরিয়া থেকে কিভাবে সরাসরি সিপ্যানেল অ্যাকাউন্টে লগ ইন করতে হয়?

ক্লায়েন্ট এরিয়া থেকে আপনার সিপ্যানেলের লগইন ডিটেইলস ছাড়াও সরাসরি আপনার সিপ্যানেলে লগইন করতে পারেন। 

১. প্রথমে আপনার লগইন ডিটেইলস দিয়ে ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করার পর “Services” সেকশনে ক্লিক করুন। অথবা বাম পাশের মেনু থেকে “Services সেকশনের আন্ডারে থাকা “My Servicesএ ক্লিক করুন।

এরিয়া থেকে কিভাবে সরাসরি সিপ্যানেল অ্যাকাউন্টে লগ ইন করতে হয়

২. এখানে আপনার সকল সার্ভিস গুলোর লিস্ট দেখতে পাবেন। আপনি যে হোস্টিং প্যাকেজের সিপ্যানেলে লগইন করতে চান সেই প্যাকেজের ডানপাশের থ্রি ডট আইকনে ক্লিক করে “View Details” এ ক্লিক করুন

এরিয়া থেকে সরাসরি কিভাবে সিপ্যানেল অ্যাকাউন্টে লগ ইন করতে হয়

৩.পরবর্তী পেইজে সরাসরি সিপ্যানলে লগইন করার জন্য, আপনার ডান দিকের অ্যাকশন ট্যাব থেকে “Log in to cPanel” বাটনে ক্লিক করুন।

এরিয়া থেকে কিভাবে সরাসরি সিপ্যানেলে লগ ইন করতে হয়

অভিনন্দন ! আপনি আপনার সিপ্যানেলে সফলভাবে লগইন করতে পেরেছেন। এখন আপনার সিপ্যানেল রিলেটেড যাবতীয় কাজ করতে পারেন। এইভাবে সিপ্যানেল লগইন এক্সেস ছাড়াই ক্লায়েন্ট এরিয়া থেকে আপনার সিপ্যানেলে লগইন করতে পারবেন। ধন্যবাদ