Table of Contents
ক্লায়েন্ট এরিয়া থেকে DNS রেকর্ড ম্যানেজ করবেন যেভাবে
প্রথমেই বলে রাখি, আপনি যদি হোস্টিং ব্যবহার করে অর্থাৎ সিপ্যানেল ইউজার হয়ে থাকেন তাহলে এখান থেকে DNS রেকর্ড ম্যানেজ করে লাভ নেই। আপনাকে সিপ্যানেল থেকে DNS Records Manage করতে হবে। আপনি এখান থেকে দেখতে পারেন কিভাবে সিপ্যানেল থেকে DNS Records Manage করতে হয়?
আপনার যদি একাধিক ডোমেইন আমাদের কাছে থাকে তবে ক্লায়েন্ট এরিয়া থেকে আপনার সব ডোমেইনের DNS রেকর্ড ম্যানেজ করতে পারবেন। এর জন্য, প্রথমে আপনাকে নিশ্চিত করতে হবে আপনি আমাদের ডিফল্ট নেমসারভার ব্যবহার করছেন। নিশ্চিত হতে, ক্লায়েন্ট এরিয়ায় লগ ইন করে “Domains” সেকসনে ক্লিক করুন।
তারপরে, আপনি যে ডোমেইনটি ম্যানেজ করতে চান তার ডান পাশে থ্রী-ডট বাটনে ক্লিক করে “Manage Domain” অপশনে ক্লিক করুন।
এখন আপনাকে ডোমেইন ম্যানেজ পেইজে নিয়ে আসবে। এখানে Manage DNS অপশনে ক্লিক করুন।
এখানে আপনার ডোমেইনের সকল ডিএনএস ও ডিফল্ট নেমসার্ভার দেখতে পাবেন। নতুন রেকর্ড অ্যাড করার জন্য Add Record বাটনে ক্লিক করুন।
Add Record বাটনে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পপ-আপ উইন্ডো আসবে। এখানে DNS record name, type, value ইত্যাদি দিয়ে নিচে Add Record বাটনে ক্লিক করতে হবে।
বিভিন্ন ধরনের রেকর্ড অ্যাড করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন
Adding A Record
আপনার ডোমেইন বা ডোমেইনের কিছু অংশ নির্দিষ্ট আইপি এড্রেসে পয়েন্ট করতে A record ব্যবহৃত হয়।
Name: আপনার ডোমেইনের জন্য হোস্ট-নেম লিখুন।
উদাহরণ স্বরূপ, আপনার ডোমেইনের নাম যদি example.com হয় এবং আপনি server.example.com একটি আইপি এড্রেসে পয়েন্ট করতে চান, তবে Name এর জায়গায় “server” লিখতে হবে। আপনি যদি পুরো ডোমেইন example.com কে একটি আইপিতে পয়েন্ট করতে চান তবে হোস্টনাম হিসাবে “@” চিহ্নটি ব্যবহার করুন। এবং আপনি যদি একটি আইপিতে সব সম্ভাব্য হোস্টনাম পয়েন্ট করতে চান তবে “*” প্রতীকটি ব্যবহার করতে পারেন। যা একটি wildcard DNS entry বলে।
Name: এখানে আপনার ডোমেইন এর হোস্ট দিতে হবে। ধরা যাক, আপনার ডোমেইন নেম example.com এবং আপনি server.example.com কোনো একটি আইপি অ্যাড্রেসে পয়েন্ট করতে চাচ্ছেন এক্ষেত্রে Name এর বক্সে server টাইপ করতে হবে। আর আপনি যদি পুরো ডোমেইনটিকে অর্থাৎ মেইন ডোমেইন example.com কোনো একটি আইপি অ্যাড্রেসে পয়েন্ট করতে চান তাহলে Name এর বক্সে @ দিতে হবে।
Type: ড্রপ-ডাউন মেনু থেকে A রেকর্ডটি নির্বাচন করুন।
TTL: ডিফল্ট হিসেবে এখানে 14440 দেখতে পাবেন। এখানে কিছুই করার দরকার নেই।
Value/Address: আইপি এড্রেসটি দিন যেখানে আপনার ডোমেইনটি পয়েন্ট করতে চান।
এখন “Add Record” বাটনে ক্লিক করুন এবং আপনার A record যুক্ত হবে। প্রয়োজনে আপনি একাধিক A record যুক্ত করতে পারেন। তবে একই হোস্টনামের সাথে কোন রিভার্স DNS রেকর্ড থাকা উচিত নয়।
Adding “CNAME” Record
আপনি একইপদ্ধতিতে “CNAME” Record এড করতে পারেন।
Name: আপনার ডোমেইনের নামের Alias অংশ যা আপনি পয়েন্ট করতে চান। উদাহরণ স্বরূপ, আপনার একটি ডোমেইন যদি example.com হয় এবং আপনি www.example.com কে ghs.google.com এ পয়েন্ট করতে চান তবে আপনার ডোমেইনটিকে ব্লগার ব্লগে যুক্ত করতে নেমে “www” যুক্ত করতে হবে।
Type: ড্রপ-ডাউন মেনু থেকে CNAME রেকর্ডটি নির্বাচন করুন।
TTL: এখানে 14440 দেখতে পাবেন। ডিফল্ট হিসেবে এরকমই রেখে দিন। এখানে কিছু করতে হবে না।
Value/Address: আগের উদাহরণ অনুসারে এখানে আপনার ডেস্টিনেশন বা অ্যাড্রেসটি হবে ghs.google.com
তারপর রেকর্ডটি এড করতে “Add Record” বাটনে ক্লিক করুন। আপনি এইভাবে প্রয়োজন মতো একাধিক DNS Zone এড করতে পারেন।
Adding “TXT” Record
আপনি একইপদ্ধতিতে “TXT” Record এড করতে পারেন।
কোনো ডোমেইনের মালিকানা যাচাই করার জন্য TXT রেকর্ড অ্যাড করতে হয়।
Name: বেশিরভাগ সময়, এটি ডোমেইন নাম হয়, অথবা এই রেকর্ড প্রোভাইড করা হয়। যেমন গুগল ওয়েবমাস্টার বা মেইল সার্ভিস বা আপনি যেখানেই এটি যাচাই করার চেষ্টা করছেন সেখানে থেকে প্রোভাইড করা হবে।
Type: ড্রপ-ডাউন মেনু থেকে TXT রেকর্ডটি নির্বাচন করুন।
TTL: এখানে 14440 দেখতে পাবেন। ডিফল্ট হিসেবে এরকমই রেখে দিন। এখানে কিছু করতে হবে না।
Value/Address: প্রোভাইড করা TXT রেকর্ডটি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করুন।
তারপর রেকর্ডটি এড করতে “Add Record” বাটনে ক্লিক করুন। আপনি এইভাবে প্রয়োজন মতো একাধিক DNS Zone এড করতে পারেন।
অন্যান্য ধরণের DNS Records একইপদ্ধতিতে এড করতে পারবেন।
আপনি ক্লায়েন্ট এরিয়ায় ডোমেইন ম্যনেজ করতে কোন সমস্যার মুখোমুখি হন তবে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
নিজের ডোমেইন DNS Manage করতে, আপনার অবশ্যই DNS Manage সার্ভিস অন থাকতে হবে।
DNS management সার্ভিসটি আমরা ফ্রীতে দিয়ে থাকি। আমাদের থেকে ডোমেইন কেনার সময় আপনি এই সার্ভিসটি অটোমেটিক পাবেন। আমরা ফ্রীতে এই সার্ভিস অফার করি।