প্রথমেই রেজিস্টার লক সম্পর্কে জেনে নেই।। রেজিস্টার লক কথাটি মূলত সরাসরি ডোমেইন এর সাথে জড়িত। যা ডোমেইনের একটি সিকিউরিটি ফিচারস হিসেবে কাজ করে। রেজিস্টাল লক এনাবল করা থাকলে ডোমেইনের মালিক ছাড়া অন্য কেউ ডোমেইন ট্রান্সফার করতে পারবেনা। কারণ ডোমেইন ট্রান্সফার করতে হলে অবশ্যই রেজিস্টার লক ডিজাবল করতে হবে। রেজিস্টার লক আপনার ডোমেইনের আরও কিছু অনাকাঙ্খিত পরিবর্তনের হাত থেকে রক্ষা করে। যেমন: ডিএনএস সার্ভার মডিফাই, কন্টাক্ট ইনফরমেশন পরিবর্তন, ডোমেইন নেম ডিলিট ইত্যাদি। রেজিস্টার লক আপনার ডোমেইনকে হাইজ্যাক হওয়া থেকেও রক্ষা করে।
অর্থাৎ কোন ডোমেইন এ যদি ট্রান্সফার লক এনাবল করা থাকে তবে স্বাভাবিক ভাবে তা ডিজাবল না করে কেউ যদি ডোমেইন ট্রান্সফার করতে চায় সফল হবে না। সাধারণত আপনি আপনার ক্লায়েন্ট এরিয়ার ডোমেইন ম্যানেজমেন্টে রেজিস্টার লক অপশনটি দেখতে পাবেন। আপনি যদি রেজিস্টার লক অপশন খুঁজে না পান তাহলে আপনার ডোমেইন প্রোভাইডার কোম্পানির সাথে যোগাযোগ করুন। কোনো কোম্পানি থেকে ডোমেইন কেনার আগে অবশ্যই জেনে নিবেন তাদের রেজিস্ট্রি লক সার্ভিস আছে কিনা। কারণ এটি ডোমেইনের সিকিউরিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আইটি নাট হোস্টিং সকল ডোমেইনের সাথেই রেজিস্ট্রি লক সার্ভিস দিয়ে থাকে।
কিভাবে রেজিস্টার লক Enable/Disable করতে হয়?
প্রথমেই ক্লাইন্ট এরিয়া তে লগইনকরতে হবে। আপনি যদি না জানেন কিভাবে আইটি নাট হোস্টিং এর ক্লাইন্ট এরিয়াতে লগিন করবেন তাহলে এই গাইড লাইন টি ফলো করতে পারেন: কিভাবে আমার আইটি নাট হোস্টিং অ্যাকাউন্টে লগ ইন করব?
এখানে আপনি আপনার সবগুলো ডোমেইনের একটা লিস্ট দেখতে পাবেন। আপনি যে ডোমেইনটির রেজিস্ট্রি লক এনাবল বা ডিজাবল করতে চান, সেই ডোমেইনের ডান পাশে থ্রি-ডটে ক্লিক করে Manage Domain অপশনে ক্লিক করুন
এখন আপনাকে ডোমেইন ম্যানেজমেন্ট পেইজে নিয়ে আসা হবে। এখানে আপনি আপনার ডোমেইনের স্ট্যাটাস দেখতে পাবেন। এখন ডানপাশে Registry Lock বাটনে ক্লিক করুন।
এখান Registrar Lock Status বাটনে ক্লিক করে আপনি রেজিস্টার লক এনাবল বা ডিজেবল করতে পারেন।
এতক্ষণ আমরা জানলাম কিভাবে রেজিস্টার লক এনাবল বা ডিজাবল করতে হয়। এখন আমাদের প্রয়োজন হলে উপরের স্টেপগুলো অনুসরণ করে এটি এনাবল বা ডিজাবল করতে পারি। রেজিস্টার লক স্বাভাবিক ভাবে এনাবল করা থাকে। যা প্রয়োজন ছাড়া ডিজাবলকরা উচিৎ নয়।
চলুন এবার আমরা EPP CODE সম্পর্কে জেনে নেইঃ আমার ডোমেইনের ইপিপি কোড কী?