You are currently viewing অন্য প্রোভাইডার থেকে আইটি নাট হোস্টিংয়ে ডোমেইন ট্রান্সফার করার নিয়ম

খুব সহজেই অন্য ডোমেইন প্রোভাইডার থেকে আইটি নাট হোস্টিংয়ে ডোমেইন ট্রান্সফার করতে পারেন। ডোমেইন ট্রান্সফার সম্পূর্ণ হতে সর্বোচ্চ ৭-১৪ দিন  পর্যন্ত লাগতে পারে।

আইটি নাট হোস্টিংয়ে ডোমেইন ট্রান্সফার করার নিয়ম

ডোমেইন ট্রান্সফার রিকোয়েস্ট করার আগে আপনার ডোমেইনটি ট্রান্সফারের যোগ্য কিনা তা নিশ্চিত করে নিন। ট্রান্সফারের আগে বেশিরভাগ জনপ্রিয় TLDs এর জন্য নিচের রিকয়ারমেন্ট দরকার হবে।

ট্রান্সফার জন্য আপনার ডোমেইন প্রস্তুত করুন

১. বর্তমান রেজিস্ট্রারে অবশ্যই ডোমেইনের স্ট্যাটাস Unlocked করতে হবে।

২. ডোমেইনের Epp Code/Auth Code জেনারেট করে নিতে হবে। 

৩. যে ডোমেইন ট্রান্সফার করতে চান তা বর্তমান রেজিস্ট্রারে কমপক্ষে ৬০ দিনের রেজিষ্ট্রি হতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশনের পর ৬০ দিনের মধ্যে ডোমেইন ট্রান্সফার হয় না।

ccTLDs জন্য কিছু রিকয়ারমেন্ট আলাদা হতে পারে বা কিছু অতিরিক্ত রিকয়ারমেন্ট থাকতে পারে। আপনার সেগুলো মেনে চলতে হবে।

ডোমেইন ট্রান্সফার অর্ডার করুন

আপনার ডোমেইন ট্রান্সফার করার জন্য প্রস্তুত হলে ট্রান্সফার করার জন্য অর্ডার করুন। আপনার ডোমেইন ট্রান্সফার অর্ডার করার জন্য নিচের নির্দেশাবলী অনুসরণ করুনঃ

১. ক্লায়েন্ট এরিয়ায় লগ ইন করুন। আপনি যদি আইটি নাট হোস্টিংয়ে নতুন হন তবে প্রথমে আপনার অ্যাকাউন্টটি Register” করুন।

২. “Domains” সেকশন থেকে “Transfer Domain to us” বাটনে ক্লিক করুন। অথবা এই লিংকটি অনুসরণ করুন

transfer domain

৩. “Domain Name” বক্সে, যে ডোমেইনটি ট্রান্সফার করতে চান তা লিখুন।

৪. “Epp Code/Auth Code” বক্সে, আপনার ডোমেইনের EPP Code বা Auth Code দিন।

৫. আপনার অর্ডার এড করতে “Order Now” বাটনে ক্লিক করুন।

image4 1

৬. আপনার ডোমেইন রেজিস্ট্রেশন সম্পর্কিত WHOIS Public Database থেকে হাইড করতে “ID Protection” সার্ভিস নিতে পারেন।

৭. আপনার ডোমেইন নেমসার্ভার পরিবর্তন করতে চাইলে এখান থেকে করতে পারেন। আইটি নাট হোস্টিং-এ আপনার কোনো শেয়ার্ড হোস্টিং প্যাকেজ কেনা থাকলে এবং সেই হোস্টিং এর সাথে ডোমেইনটি ব্যবহার করতে চাইলে করলে নিচের নেমসার্ভারগুলো ব্যবহার করুন।

ns1.itnuthosting.com
ns2.itnuthosting.com

আর অন্য কোনো হোস্টিং প্রোভাইডারে আপনার হোস্টিং সার্ভিস নেওয়া থাকলে আপনি তাদের নেমসার্ভার ব্যবহার করতে পারেন।

এখান থেকে আপনার ডোমেইন এর নেমসার্ভার চেক করে নিতে পারেন (intodns.com) 

“CONTINUE” বাটনে ক্লিক করুন এবং আপনার অর্ডারের বিস্তারিত প্রাইসিং দেখতে পাবেন।

image3

৯. পরের পেইজে, আপনি আপনার অর্ডার Summary এবং পরের বছর থেকে কত রিনিউয়াল ফি দিতে হবে তা দেখতে পাবেন। আপনার যদি কোনো Promotional Code থাকে তবে এখানে দিতে পারেন। আপনার অ্যাকাউন্ট ইনফরশেনও এখানে দেখতে পাবেন।

১০. আপনার অ্যাকাউন্টের তথ্য ডোমেইন Contact Information হিসাবে ব্যবহার করতে বা আপনি চাইলে আলাদা Contact Information ব্যবহার করতে পারেন। অথবা ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করে নতুন ইনফরশন দিতে পারেন।

১১. পেমেন্ট করতে যে মেথডটি ব্যবহার করতে চান তা নির্বাচন করুন।

  • SSLCommerz (bKash, Rocket, BD Cards)
  • Stripe – Any Card (International)
  • PayPal Standard

১২. আপনি যদি আলাদা কোনো নোট অ্যাড করতে চান তাহলে এখানে নোট অ্যাড করতে পারেন। অথবা এটি এড়িয়ে যেতে পারেন।

১৩. আমাদের সকল “Terms of Service” বক্সে টিকমার্ক দিন এবং “Checkout” বাটনে ক্লিক করুন। আপনি একটি সুন্দর পেমেন্ট গেটওয়ে পেইজ পাবেন।

image1

ট্রান্সফার  করার আগে আপনার ডোমেইনের নেমসার্ভার পরিবর্তন করার প্রয়োজন হলে পরিবর্তন করে নিতে পারেন।

এই তথ্য অনুসরণ করে আপনার ডোমেইন ট্রান্সফার প্রসেস সম্পন্ন করতে পারেন। এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বিনা দ্বিধায় যে কোনো সময় আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন।