যেকোনো Domain visiting request কে অন্য আরেকটি Domain address এ পাঠানোই হলো Redirect করা। অনেক ডোমেইন প্রোভাইডারের ডোমেইন ম্যানেজ অপশন থেকে ফ্রিতে Domain Redirect করা যায়। তবে সব প্রোভাইডারে এটি ফ্রিতে করা নাও যেতে পারে। তখন এটি হোস্টিং থেকে করতে হয়। আপনার যদি Hosting ক্রয় করা থাকে তাহলে আপনি এই কাজটি আপনার হোস্টিং কন্ট্রোল প্যানেল থেকে করতে পারেন। কিন্তু, যদি আপনার কোন হোস্টিং প্ল্যান না থাকে এবং আপনি যদি আপনার ডোমেইনকে অন্য ডোমেইনে হোস্টিং ছাড়াই Redirect করতে চান, তাহলে Cloudflare ব্যবহার করে এটি সহজেই করতে পারেন। Cloudflare ব্যবহার করে আপনার ডোমেইনকে ফ্রিতে রিডাইরেক্ট করতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন।
Cloudflare ব্যবহার করে Domain Redirect করবেন যেভাবে
- Cloudflare ব্যবহার করে Redirect করার জন্য প্রথমে আপনার একটি Cloudflare account এর প্রয়োজন হবে। আপনার যদি Cloudflare account না থাকে তাহলে একটি account ওপেন করে লগইন করুন।
- এরপর আপনার Cloudflare account থেকে আপনি যে Domain টি থেকে Redirect করতে চান তা Cloudflare এ অ্যাড করুন। আপনি যদি না জানেন কিভাবে Cloudflare এ কিভাবে ডোমেইন অ্যাড করতে হয় তাহলে আপনি এই গাইডলাইনটি অনুসরন করতে পারেন:
- এখন আপনার ডোমেইনটির উপর ক্লিক করুন।
- আপনার সামনে একটি নতুন উইন্ডো আসবে। এখানে Rule এ ক্লিক করে Create Page Rule এ ক্লিক করুন।
- অতপর If the URL matches– এ আপনি যে Domain থেকে Redirect করে চান সেই Domain টি বসিয়ে Then the settings are এর ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করে Forwarding URL Option টি select করুন।
- Forwarding URL Select করার পরে আপনার সামনে ২ টি Option আসেবে। 301 – Permanent Redirect ও 302 – Temporary Redirect এর মধ্যে আপনি যেকোনো একটি Select করুন।
- এরপর Enter destination URL এ আপনি যে Domain এ Redirect করতে চান সেই Domain টি বসিয়ে Save and Deploy এ ক্লিক করুন।
- আপনার Domain Redirection এর কাজ সম্পূর্ণ হয়েছে।
আপনি এভাবে সহজেই আপনার Domain টি কোন Hosting ছাড়াই ফ্রিতে অন্য যেকোনো Domain এ Redirect করতে পারেন।
এখন আমরা জানব: রেজিস্টার লক কি এবং কিভাবে তা এনাবল এবং ডিজাবল করতে হয়?